শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এবং এনজিও ব্র্যাকের সহযোগিতায় দিনটি উদযাপন করা হয়।
এ উপলক্ষে শনিবার (৮ মার্চ/২৩ ফাল্গুন) সকালে উপজেলা সদরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাবরক্ষক মো মোজাম্মেল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো শওকত জামিল, উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ খান, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা পাঁপড়ি সরকার, ব্র্যাক শাল্লা শাখার আইডিপি প্রোগ্রামের উপজেলা ম্যানেজার বোরহানউদ্দিন, প্রোগ্রাম অর্গানাইজার অমি সুলতানা পিউ, শিক্ষা কর্মসূচির টেকনিক্যাল ম্যানেজার আব্দুর রশিদ প্রমুখ।
বক্তাগণ নারীর অধিকার ও ক্ষমতায়নের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।