নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ভায়রার লাঠির আঘাতে বাবলু মিয়া (২৫) নামের িএকজন নিহত হয়েছেন।
শুক্রবার (৮ মার্চ/২৩ ফাল্গুন) বিকালে উপজেলার বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের বাগাউড়া গ্রামে জানাজার নামাজ শেষে বাবলু মিয়াকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বাবলু মিয়া (২৫) বাগাউড়া গ্রামের ফজল মিয়ার ছেলে। পুলিশ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তার মিয়া ছুবা জানান, ইউনিয়নের হরিনগর গ্রামের আব্দুল হামিদের বড় মেয়ে সাবিনা বেগমের বিয়ে হয় একই গ্রামের আকবর মিয়ার সঙ্গে আর ছোট মেয়ে নাঈমা বেগমের বিয়ে হয় বাগাউড়া গ্রামের বাবলু মিয়ার সঙ্গে। বাবলু মিয়া সিলেটের জাফলংয়ে শ্রমিক হিসেবে কাজ করেন।
গত ৫ মার্চ বাবলু মিয়া বাড়িতে এসে স্ত্রীকে না পেয়ে খোঁজাখুঁজি করেন। পরে পার্শ্ববর্তী হরিনগর গ্রামে ভায়রা ভাই আকবর মিয়ার বাড়িতে গিয়ে তাকে পান। এ সময় স্ত্রীর কাছে বাড়িতে না থাকার কারণ জানতে চাইলে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।
আকবর মিয়াও বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি লাঠি দিয়ে আঘাত করে বসেন বাবলু মিয়ার মাথায়। এতে বাবলু মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নবীগঞ্জ থানার ওসি মাসুক আলী জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।