তাহিরপুর সীমান্তে ২ কোটি টাকার ভারতীয় পণ্যের চালান জব্দ করেছে ২৮ বিজিবি

No Image Available
  • আপডেট টাইম : March 06 2025, 17:04
  • 27 বার পঠিত
তাহিরপুর সীমান্তে ২ কোটি টাকার ভারতীয় পণ্যের চালান জব্দ করেছে ২৮ বিজিবি

তাহিরপুর প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) তাহিরপুর সীমান্ত পথে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্যের একটি চালান জব্দ করেছে।
বৃহস্পতিবার (৫ মার্চ/২১ ফাল্গুন) ভোরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাঁও বিওপি জঙ্গলবাড়ি নামক স্থান থেকে এসব পণ্য জব্দ করে।
আটককৃত পণ্যের মধ্যে রয়েছে, ভারতীয় শার্ট, প্যান্ট, ব্লেজার, পাঞ্জাবির কাপড় ও বিভিন্ন রকমের প্রসাধনী সামগ্রী। তবে এ ব্যাপারে কাউকে আটক করা যায়নি।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

এই ক্যাটাগরীর আরো খবর