সিলেটের কোম্পানিগঞ্জ থানা পুলিশ এক নারীকে অপহরণ ও ধর্ষণ মামলার ২ আসামিকে গ্রেফতার করেছে।
গত ২ মার্ সন্ধ্যায় উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের কালাইরাগ এক নারী অপহরণের পর ধর্ষণের শিকার হন। এ ব্যাপারে একই গ্রামের প্রদীপ দাস (৪৫, পিতা মৃত ললিত দাস) ও মো আলা উদ্দিনের (৩২, পিতা মৃত আব্দুল হাসিম) বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়।
এই মামলার সুবাদে সোমবার (৩ মার্চ) দুপুরে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল এজাহারনামীয় আসামি দুজনকে তাদের বাড়ি হতে গ্রেফতার করে। তথ্য বিবরণী