দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে প্রান্তিক কিশোরীদের নিয়ে ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ শুরু হয়েছে।
সোমবার (৩ মার্চ/১৮ ফাল্গুন) দুপুরে উপজেলার করিমপুর ইউনিয়নের শ্রীনারাইনপুর গ্রামে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার।
এ সময় তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব। এই সেলাই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা প্রশিক্ষিত হয়ে লেখাপড়ার পাশাপাশি পোশাক তৈরিতে ভুমিকা রাখতে পারবে।
প্রশিক্ষণ নিয়ে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে উপজেলা প্রশাসন সাধ্যমতো সহযোগিতা করবে বলে তিনি আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন, ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জিয়াউর রহমান লিটন, ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত দাস সাগর, প্রশিক্ষক ছাবিকুন নাহার, সাংবাদিক আয়মান আহমেদ, হাজেরা বেগম প্রমুখ।
প্রশিক্ষণে ২৫ জন ফ্রি প্রশিক্ষণ নিচ্ছেন।