নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর ফুটপাতে হকারদের নিকট থেকে চাঁদা আদায় ও হকার অপহরণের অভিযোগে সিলেট কোতয়ালি থানা পুলিশ মহানগর যুবদলের বহিষ্কৃত সহ সাংগঠনিক সম্পাদক জয়দেব চৌধুরী মাধবকে গ্রেফতার করেছে।
ফুটপাতে চাঁদাবাজি ও হকার কাজল মিয়াকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের প্রতিবাদে মহানগরীর হকাররা গত ২৮ ফেব্রুয়ারি মহানগরীর জিন্দাবাজার পয়েন্ট অবরোধ কর্সূচি পালন করেন এবং অবিলম্বে জয়দেব চৌধুরী মাধবকে গ্রেফতারের দাবি জানান।
এছাড়া পুলিশের তৎপরতায় মুক্ত হয়ে অপহরণ থেকে হকার কাজল মিয়া অপহরণকারী জয়দেব চৌধুরী মাধবকে প্রধান আসামি দিয়ে একটি মামলা দায়ের করেন।
এর পরিপ্রেক্ষিতে সিলেট কোতয়ালি থানা পুলিশ রবিবার (২ মার্/১৭ ফাল্গুন) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দেবকুনা গ্রামে সুনামগঞ্জ জেলা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে জয়দেব চৌধুরী মাধবকে গ্রেফতার করে।