নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেট জেলার বিভিন্ন এলাকা থেকে ১ হাজার ৭০৫ পিস ইয়াবা ও ১৫০ বোতল ফেনসিডিল সহ ২ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিলেট সদর কোম্পানির একটি আভিযানিক দল শনিবার (১ মার্চ) রাতে জেলার জকিগঞ্জ উপজেলার আটগ্রাম এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় এই ইয়াবা উদ্ধার ও মো ইসলাম (৪৩, পিতা মৃত মছন, মালিগ্রাম, জকিগঞ্জ, সিলেট) নামের একজনকে গ্রেফতার করা হয়।
এছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিলেট, সিপিএসসির একটি আভিযানিক দল একই রাতে মহানগরীর ধোপাগুল বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উল্লেখিত ফেনসিডিল উদ্ধার ও মো বোরহান উদ্দিনকে (৩২, পিতা নিজাম উদ্দিন, সুন্দাউড়া, কোম্পানীগঞ্জ, সিলেট) গ্রেফতার এবং মাদক বহনের কাজে ব্যবহৃত তার সাথে থাকা একটি সিএনজি অটোরিকশা জব্দ করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে জব্দকৃত আলামত সহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।