শেখ নূরুল ইসলাম, লন্ডন, ইউকে : গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের একটি প্রতিনিধি দল ব্রিটেনে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার
আবিদা ইসলামের কাছে নো ভিসা ও পাসপোর্টের ফি কমানো এবং ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিকরণ ও সিলেট প্রদেশ বাস্তবায়ন সহ প্রবাসীদের ১০ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দিয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় লন্ডনে দূতাবাস কার্যালয় গিয়ে এই স্মারকলিপি দেওয়া হয়।
এ সময় প্রবাসী নেতৃবৃন্দ প্রবাসীদের বিভিন্ন দাবি দাওয়া, বাংলাদেশে সহায়-সম্পত্তি ও নিরাপত্তা এবং ব্রিটেনে কমিউনিটির নানা ইস্যু তুলে ধরে হাইকমিশনারের সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশে ব্যাংক একাউন্ট খোলা সহ সরকারি যাবতীয় কাজে প্রবাসীদের পাসপোর্টকে আইডি হিসেবে ব্যবহার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অন্যান্য এয়ার লাইনসের এয়ার ক্র্যাফট যাওয়ার ব্যবস্থা গ্রহণ, শিক্ষা ও সংস্কৃতির প্রসারে এক্সচেঞ্জ প্রোগ্রামের পাশাপাশি যুক্তরাজ্যের মেধাবী ও দক্ষ ছাত্রছাত্রী ও প্রফেশনালদের দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আইটি ও মেডিক্যাল সহ অন্যান্য সেক্টরে খণ্ডকালীন শিক্ষকতা ও কনসাল্টেন্সি পেশায় ব্রিটিশ বাংলাদেশীদের উদ্বুদ্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, দেশে প্রবাসী অধ্যুষিত এলাকাতে ডাকাতি ও নানা ধরনের হয়রানি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো ভূমিকার দাবি জানানো হয়।
স্মারকলিপি ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কো-কনভেনর মসুদ আহমদ, কেন্দ্রীয় সদস্য সচিব ড মুজিবুর রহমান, প্রাক্তন কেন্দ্রীয় চেয়ারপার্সন নূরুল ইসলাম মাহবুব, কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, সাউথ ইস্ট রিজিওনের কনভেনর হারুনুর রশিদ, কো-কনভেনর জামাল হোসেন, সদস্য সচিব মোহাম্মদ তাজুল ইসলাম, জয়েন্ট কনভেনর আব্দুর রহিম রঞ্জু ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সায়েম করিম।
তবে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর অসুস্থতার কারণে উপস্থিত থাকতে না পারলেও টেলি কনফারেন্সে যুক্ত হন।