দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন ও শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এম এ সামাদ চৌধুরী ফাউন্ডেশনের অর্থায়নে ও বুস্টার্সের সহযোগিতায় বুধবার (২৬ ফেব্রয়ারি) বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই কর্মসূচি উদ্বোধন করা হয়। এতে
প্রধান অতিথি ছিলেন, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার। তাড়ল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহমানের সভাপতিত্বে ও দিরাই সরকারি কলেজের আইসিটি বিভাগের প্রভাষক মিজানুর রহমান পারভেজের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক অভিজিৎ সূত্রধর, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক, দিরাই সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক রফিকুল ইসলাম তালুকদার, দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাস, সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মো মোস্তাহার মিয়া মোস্তাক, দিরাই উচ্চ বিদ্যালয়ের সহাকারী শিক্ষক কৃপেশ রঞ্জন রায়, সমাজকর্মী আফজাল নিরাজ ও ডাইয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলরাম দাস। স্বাগত বক্তব্য রাখেন, সিলেট এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও বুস্টার্সের সমন্বয়ক আশরাফ আহমেদ।
এদিন দিরাই উচ্চ বিদ্যালয়, দিরাই সরকারি কলেজ, দিরাই সরকারি আলিয়া মাদরাসা, তাড়ল উচ্চ বিদ্যালয়, বোরহানপুর মসজিদ ও কবরস্থান, ভাঙাডহর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মন্দির, ডাইয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, জালালপুর মসজিদ, দৌওজ বায়তুল আতিক জামে মসজিদ এবং দিরাই থানা ও দিরাই উপজেলা প্রশাসন এলাকায় হিজল, করচ ও তালসহ বিপুল সংখ্যক ফলদ ও বনজ গাছ রোপন ও কম্বল বিতরণ করা হয়।