সিলেট সিটি কর্পোরেশন-সিসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ), অফিসার্স এসোসিয়েশনের আহবায়ক ও কর্মকর্তা/কর্মচারী নিরাপত্তা ও কল্যাণ তহবিলের সভাপতি মো রুহুল আলমের চাকরি জীবন থেকে অবসর গ্রহণ উপলক্ষে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে নগরভবন মিলনায়তনে সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা মো হানিফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা মো মতিউর রহমান খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেব, হিসাব রক্ষণ কর্মকর্তা আ ন ম মনছুফ নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ, অতিরিক্ত দায়িত্ব) জয়দেব বিশ্বাস, প্রধান এসেসর মো আব্দুল বাছিত, ট্যাক্সেশন অফিসার জামিলুর রহমান ও সিসিক কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক আখতার সিদ্দিকী বাবলু সহ সিসিকের কর্মকর্তা-কর্মচারীগণ।
অনুষ্ঠানে বিদায়ী নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো রুহুল আলমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।–সংবাদ বিজ্ঞপ্তি