মৌলভীবাজার ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের টুর্নামেন্ট-২০২৫ সমাপ্ত

No Image Available
  • আপডেট টাইম : February 26 2025, 05:20
  • 27 বার পঠিত
মৌলভীবাজার ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের টুর্নামেন্ট-২০২৫ সমাপ্ত

মৌলভীবাজার জেলা সদরের ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন অব ৬ নম্বর একাটুনা ইউনিয়ন-সিপিএইউসিক্স আয়োজিত মেগা ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ শেষ হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি সকালে উপজেলার কচুয়া ক্রিকেট মাঠে টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় অংশ নেয়, হেইছ সুপার কিংস ও ডিভিডি টাইগার্স। চ্যাম্পিয়ন হয় হেইছ সুপার কিংস। রানার্স আপ হয় ডিভিডি টাইগার্স।
এছাড়াও অনূর্ধ্ব ১৮ খেলোয়াড়দের নিয়ে আয়োজিত টুর্নামেন্ট-২ এ চ্যাম্পিয়ন হয় আয়ান কিংস-১১। রানার্সআপ হয় এমএমএন ভিক্টোরিয়ানস।
ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন-সিপিএইউসিক্স সভাপতি মো সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো আতাউর রহমান ফয়েজ ও সহসাধারণ সম্পাদক ফয়জুল কবির মুরাদের যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, একাটুনা ইউনিয়নের কানাডা প্রবাসী কমিউনিটি লিডার ফয়সল আহমেদ চৌধুরী। ব্রিটেন থেকে অনলাইনে বক্তব্য রাখেন, সিপিএইউসিক্সের উপদেষ্টা ইউকে বিডি টিভি ও একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের ফাউন্ডার্স প্রজেক্ট চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর ও টুর্নামেন্টের টাইটেল স্পন্সর সাব্বির করিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল মোসাব্বির করিম সাব্বির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মুহিতুর রহমান হেলাল, একাটুনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ রুমেন আলি, সমাজসেবক আহমেদ আহাদ, মো নানু মিয়া, ছালিকুল আলম টুকু, গিয়াস উদ্দিন, মুজিবুর রহমান, রুবেল আহমেদ, শামীম আহমেদ, জুয়েল আহমেদ, শহীদ আহমেদ, জায়েদ আহমেদ, অদুদ আলম মুফতি, আলমগীর আহমেদ, শাহ আজিজ, জাকির হোসেন রুমান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মো রাজন মিয়া ও সদস্য সচিব মো সাইদুল হাসান তানভীর। এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আবু হায়দার রনি ও আবু জাহেদ চৌধুরী রাহি।
অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল সহ অংশগ্রহণকারী প্রত্যেক দলকে ট্রফি, ক্রেস্ট ও পুরস্কার দেওয়া হয়।-সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর