বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : সুনামগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান (রানু) যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি লাভ করেছেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি/৪ ফাল্গুন) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার শাখার প্রজ্ঞাপন মূলে তাকে এই পদোন্নতি দেওয়া হয়।
হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফি আবাসিক এলাকার (নেক মহল) প্রয়াত মাহমুদুর রহমান ও আলিমুন্নেছা আখঞ্জির কনিষ্ঠ পুত্র সাইফুর রহমান (রানু) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম সম্পন্ন করার পর বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৬ষ্ঠ বিজেএসের মাধ্যমে বিচার বিভাগে সহকারী জজ হিসেবে মৌলভীবাজারে কর্মজীবন শুরু করেন।
পরবর্তী সময়ে তিনি সিলেটে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করার পর কুমিল্লাতে সিনিয়র সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।