২০২৫-২০২৬ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নের লক্ষ্যে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও সিলেট বিভাগের সকল জেলা চেম্বারের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে প্রাক-বাজেট আলোচনা সভা আগামী ২০ মার্চ অনুষ্ঠিত হবে।
এই সভায় উপস্থাপনের লক্ষ্যে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে বাজেট প্রস্তাবনা পুস্তক আকারে প্রকাশ করা হবে।
এ লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তিবর্গের পক্ষ থেকে আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট), আমদানি শুল্ক ও অন্যান্য রাজস্ব বিষয়ক সুচিন্তিত প্রস্তাবনা নির্ধারিত ছক মোতাবেক লিখিতভাবে ৫ মার্চের মধ্যে সিলেট চেম্বার কার্যালয়ে প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়েছে।–সংবাদ বিজ্ঞপ্তি