সীমান্তে ১ কোটি পৌণে ২২ লাখ টাকার মালামাল আটক করেছে ৪৮ বিজিবি

No Image Available
  • আপডেট টাইম : February 23 2025, 06:15
  • 36 বার পঠিত
সীমান্তে ১ কোটি পৌণে ২২ লাখ টাকার মালামাল আটক করেছে ৪৮ বিজিবি

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ২১ লাখ ৭৯ হাজার ১৫০ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি/১০ ফাল্গুন) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন এ দুই জেলার সীমান্তবর্তী এলাকায় পান্থুমাই, সোনারহাট, প্রতাপপুর, লবিয়া, শ্রীপুর, বিছনাকান্দি, নোয়াকোট ও তামাবিল বিওপি অভিযান পরিচালনা করে।
এ সময় এই বিপুল অর্থের ভারতীয় গরু, মহিষ, চিনি, কিসমিস, চকলেট, পন্ডস ফেসওয়াস, আইবল ক্যান্ডি ও বিড়ি আটক করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক, জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামালগুলোর ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।–সূত্র তথ্য বিবরণী

এই ক্যাটাগরীর আরো খবর