নিজস্ব প্রতিবেদক : উৎসবমুখর পরিবেশে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে সিলেট ক্যাথলিক ধর্মপ্রদেশের নবনির্মিত ‘ঐশী করুণা ক্যাথিড্রাল’ উদ্বোধন হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সিলেট বিশপ হাউস প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশে পোপের প্রতিনিধি আর্চবিশপ কেভিন স্টুয়ার্ট র্যান্ডাল। এছাড়াও ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন ডিক্রুজ, ওএমআই চট্টগ্রাম মহাধর্মপ্রদেশের আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার ও সিএসসি সিলেট ধর্মপ্রদেশের বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ। এছাড়াও ফাদার, ব্রাদার, সিস্টার, দেশ—বিদেশের অতিথি, দাতা ও বিপুল সংখ্যক খ্রিস্ট ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানসূচিতে আরও ছিলো চাবি হস্তান্তর ও সাংস্কৃতিক পরিবেশনা।