শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরের আওতাধীন স্কুল বিভাগের উদ্যোগে স্কুলছাত্র সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) মহানগরীর প্যারালাক্স রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে শাখা সভাপতি মাহমুদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ও সিলেট মহানগর খেলাফত মজলিসের সহসভাপতি কে এম আবদুল্লাহ আল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, ‘বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আমাদের অঙ্গীকারবদ্ধ থাকতে হবে এবং নিজ ভাষার চর্চা অব্যাহত রাখতে হবে।’
তিনি আরো বলেন, ভাষা আন্দোলনের অন্যতম দাবি ছিলো, জীবনের সকল স্তরে বাংলা ভাষার প্রচলন করা; কিন্তু পরিতাপের বিষয় হলো যে, ভাষা আন্দোলনের সেই দাবির সিকিভাগও বাস্তবায়িত হয়নি। আজও সমাজের সকল স্তরে ইংরেজি ভাষাকে প্রাধান্য দেওয়া হয়।
শাখা সেক্রেটারি খায়রুল আবেদীন আব্দুল্লাহর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক পশ্চিম জেলা সভাপতি আ ফ ম শুয়াইব, মহানগর সেক্রেটারি মুহিবুর রহমান, শাবিপ্রবি সেক্রেটারি জুনায়েদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক সাজিদুর রহমান, মহানগর অফিস ও প্রচার সম্পাদক আব্দুল মুকিত, খেলাফত মজলিস সিলেট মহানগরীর সহকারী অফিস ও প্রচার সম্পাদক জুবায়ের আহমদ, মহানগর ছাত্র মজলিসের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক জুয়েল আহমদ ও সাবেক শাহজালাল (র) জোন সভাপতি সৈয়দ আহলান জাদিদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এমসি কলেজ সেক্রেটারি আহমদ সালমান, শাহজালাল (র) জোন সভাপতি জিয়াউর রহমান আল-মুমিন, জালালাবাদ থানা সভাপতি ইশমাম আহমদ, ইমন আহমদ, রাফি, আপন প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি