মেট্রোপলিটন ইউনিভার্সিটির রেজিস্ট্রার তারেক ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ

No Image Available
  • আপডেট টাইম : February 23 2025, 03:58
  • 40 বার পঠিত
মেট্রোপলিটন ইউনিভার্সিটির রেজিস্ট্রার তারেক ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ

মেট্রোপলিটন ইউনিভার্সিটির রেজিস্ট্রার তারেক ইসলাম আর নেই।
তিনি ২১ ফেব্রুয়ারি মধ্যরাতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা জানায়, গত বৃহস্পতিবার সুস্থ অবস্থায় তারেক ইসলাম পূর্ণদিবস কর্মস্থলে ছিলেন। পরদিন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশ্ববিদ্যালয়ের কর্মসূচিও তদারকি করেন তিনি; কিন্তু দিনগত মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি ভাই ও বোন রেখে গেছেন।
শনিবার রাত ৮টায় সিলেট মহানগরীর নয়াসড়ক মসজিদে জানাজার নামাজ শেষে তাকে মানিক পীর টিলায় মায়ের কবরের পাশে দাফন করা হয়।
তারেক ইসলাম ২০১০ সালের ১ অক্টোবর মেট্রোপলিটন ইউনিভার্সিটির পরিচালক (প্রশাসন) হিসেবে যোগদান করেন। ২০২২ সালের ১ সেপ্টেম্বর থেকে তিনি পালন করছিলেন রেজিস্ট্রারের দায়িত্ব। এর আগে, ২০০৪ সালের মার্চ থেকে ২০১০ সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে কর্মরত ছিলেন তিনি।
তারেক ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড তৌফিক রহমান চৌধুরী ও ভাইস চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী।
এক শোকবার্তায় তারা তার রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া মেট্রোপলিটন ইউনিভার্সিটির সকল ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।–সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর