বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার আহবান কার্ডিফ বাংলাদেশ কমিউনিটির

No Image Available
  • আপডেট টাইম : February 23 2025, 04:41
  • 42 বার পঠিত
বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার আহবান কার্ডিফ বাংলাদেশ কমিউনিটির

এস এইচ রাজিব, কার্ডিফ, ইউকে : ব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফে বাংলাদেশ কমিউনিটি অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের অমর স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জানিয়েছে।
শহীদ মিনার ফাউন্ডার্স ট্রাস্ট কমিটি ও কমিউনিটি নেতৃবৃন্দের সার্বিক ব্যবস্থাপনায়, সহযোগিতায়
ও শহীদ মিনার কমিটির সেক্রেটারি বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুরের পরিচালনায় কার্ডিফ কাউন্টি কাউন্সিলের কাউন্সিলারবৃন্দ, মনুমেন্ট ফাউন্ডার্স ট্রাস্ট কমিটি, যুক্তরাজ্য ওয়েলস আওয়ামী লীগ, যুবলীগ, ওয়েলস কার্ডিফ বিএনপি, যুবদল, ছাত্রদল, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ওয়েলস রিজিওন,কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন, অর্গেনাইজেশন ফর দ্যা রিকগনিশন অফ বাংলা এ্যাজ এ্যান অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ দা ইউনাইটেড নেশনস সাউথ ওয়েলস রিজিওন, ওয়েলস বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম, ওয়েলস বাংলাদেশ ইয়ুথ সোসাইটি ইন ইউকে, ওয়েলস বাংলা প্রেসক্লাব, এটিএন বাংলা ইউকে, ওয়েলস বাংলা নিউজ ও মনসুর মিডিয়া সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, উইমেন্স প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি এবং কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ব্যক্তিগতভাবে অনেকে পুষ্পস্তবক অর্পণ করেন।
দ্বিতীয় পর্বে ওয়েলস বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে এক আলোচনা সভা কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট সভাপতি আনোয়ার আলীর সভাপতিত্বে ও শহীদ মিনার ফাউন্ডার্স ট্রাস্ট কমিটির সেক্রেটারি, ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুরের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, কার্ডিফ কাউন্টি কাউন্সিলের সাবেক লর্ড মেয়র কাউন্সিলার দিলওয়ার আলী সহ ওয়েলস বাংলাদেশ কমিউনিটির অন্যান্য নেতা।
সভায় বাংলাদেশে সর্বস্তরে বাংলা ভাষা চালুর ওপর জোর দেওয়া সহ বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়।

এই ক্যাটাগরীর আরো খবর