নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ আইডিয়াল উইমেন্স কলেজ ও ল্যাবরেটরি স্কুলের আয়োজনে বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজারের শমশেরনগর ক্যামিলিয়া লেকে এ সফরের আয়োজন করা হয়ে।
সফরে নৈসর্গিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি আবৃত্তি, গান ও লটারি আয়োজনকে প্রাণবন্ত করে তুলে।
নবীগঞ্জ আইডিয়াল উইমেন্স কলেজের অধ্যক্ষ নজির আহমদ ও পরিচালনা কমিটির সভাপতি নিরুপম দেবের সার্বিক ব্যবস্থাপনায় ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলের উপস্থাপনায় সার্বিক কার্যক্রমে অংশ নেন, পরিচালনা পর্ষদের সদস্য সলিল বরন দাশ, প্রভাষক অশোক কুমার দাশ ও শিক্ষানবিশ অ্যাডভোকেট সুশান্ত বৈদ্য, প্রভাষক বিদ্যুত পাল, প্রভাষক দীপ শংকর রায়, প্রভাষক পরাগ আহমদ, প্রভাষক অপু সনাতন, সহকারী শিক্ষক সজ্জিত কুমার দাশ, সহকারী শিক্ষক হেপী রানী দাশ ও অফিস সহায়ক রাজন দাশ সহ কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা।
পরে লটারি বিজয়ী ১৫ জনের মধ্যে আর্কষণীয় পুরস্কার বিতরণ করা হয়।