জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলার ক্যাডেট কেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) স্কুল প্রাঙ্গণে এই ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়।
ক্যাডেট কেয়ার স্কুলের প্রিন্সিপাল মো নোমান উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো কুতুব উদ্দিন। সহকারী শিক্ষক আছাদ উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, স্কুলের প্রতিষ্ঠাতা সাংবাদিক কে এম মামুন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সহসভাপতি এ টি এম সেলিম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জকিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শাব্বির আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন, স্কুলের সহকারী শিক্ষক হাসান আহমদ, জাহাঙ্গীর আলম, তারেক আহমদ, পান্না বেগম, তাহেরা বেগম, লুৎফা আক্তার রিয়া ও স্কুল পরিচালনা পরিষদের সদস্য হোমায়ুন রশীদসহ অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ব্যক্তিবর্গ।