নিজস্ব প্রতিবেদক : মাতৃভাষা বাংলার চর্চা ও বিকাশের ধারাকে আরো গতিশীল করার অঙ্গীকারে সিলেট সহ সারা দেশে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমেই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, রাষ্ট্রপতি মো সাহাবুদ্দিন। এরপর প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূস মহান ভাষা শহীদদের শ্রদ্ধা জানান।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় ও জেলা প্রশাসন, রেঞ্জ, মহানগর ও জেলা পুলিশ ও সিলেট সিটি করপোরেশন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর এবং রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
শুক্রবার দুপুর পর্যন্ত সমাজের বিভিন্ন স্তরের শিশু থেকে বৃদ্ধ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়।