সিলেট বিভাগ নিয়ে ‘জালালাবাদ প্রদেশ’ বাস্তবায়নের দাবিতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ইস্ট রিজিওনের উদ্যোগে গত ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সেন্ট্রাল লন্ডনের উডেহাম কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাউথ ইস্ট রিজিওনাল কনভেনর হারুনুর রশিদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো তাজুল ইসলাম ও কদর উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন, কমিউনিটি নেতা ও সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর, বিশিষ্ট ব্যবসায়ী নূরুল ইসলাম মাহবুব, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা ও কমিউনিটি সংগঠক হাবিবুর রহমান রানা। এছাড়া রিজিওনাল নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, খান জামাল নূরুল ইসলাম, আজিজুল আম্বিয়া, সৈয়দ সায়েম করিম, আজম আলী, আব্দুল বাছিত রফি, আব্দুর রহিম রনজু, আব্দুল মালিক ও আব্দুল মুকিত।
আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খালেদ চৌধুরী, সেরওয়ান আলী, হালিমুল ইসলাম, শাহ আজিজ সাজু, নজরুল ইসলাম, মোহাম্মদ আলী, মোহাম্মদ তানভীর হোসেন, ইফতেখার হোসেন চৌধুরী, বদরুল হক মনসুর, কামরুল আই রাসেল, আমজাদ হোসেন ও কবির আলী।
বক্তারা বলেন, সিলেট বিভাগ সব সময় বৈষম্যের শিকার। সংস্কার কমিশন বাংলাদেশে চারটি প্রদেশ করার প্রস্তাব করলেও সিলেট বিভাগকে প্রদেশ করার কোন প্রস্তাব না করা আরেকটি বৈষম্য। তাই অবিলম্বে সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে স্বতন্ত্র প্রদেশ গঠন করতে হবে।–সংবাদ বিজ্ঞপ্তি