সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবিতে ছিন্নমূল পথশিশুদের মাঝে শীতবস্ত্র ও উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি/৭ ফাল্গুন) সিকৃবির কেন্দ্রীয় অডিটরিয়ামের মুক্তমঞ্চে পাঠশালা একুশের শিক্ষার্থী ছিন্নমূল পথশিশুদের মাঝে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ও রূপালী ব্যাংকের সহযোগিতায় শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, সিকৃবির উপাচার্য প্রফেসর ড মো আলিমুল ইসলাম। সিকৃবি জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিনের সঞ্চালনায় ও সাউরেসের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো মনোয়ারুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রূপালী ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক সালামুন নেছা ও সিকৃবি লেডিস ক্লাবের সভানেত্রী মাহবুবা রহমান।
এসময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, সিকৃবির ট্রেজারার প্রফেসর ড এ টি এম মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড মো এমদাদুল হক, অর্থ ও হিসাব শাখার পরিচালক প্রফেসর ড মো রুহুল আমিন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড মোহাম্মদ সামিউল আহসান তালুকদার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি উপাচার্য প্রফেসর ড মো আলিমুল ইসলাম বলেন, ‘আমাদের সাধ্য অনুযায়ী হতদরিদ্র, ছিন্নমূল পথশিশুদের শিক্ষাগ্রহণের সুযোগ তৈরি করে দিতে হবে। তবেই জাতি হিসেবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো।’
তিনি সকলকে হতদরিদ্রদের পাশে দাঁড়ানোর আহবান জানান।–সংবাদ বিজ্ঞপ্তি