বাংলাদেশ বিজনেস এন্ড ডিসএবিলিটি নেটওয়ার্ক-বিবিডিএনের উদ্যোগে ও সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় ‘কর্মক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও সুষ্ঠু কর্মসংস্থান নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।
দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (২০ জানুয়ারি/৭ ফাল্গুন) সকালে আয়োজিত কর্মশালায় বিবিডিএন ডিরেক্টর (অপারেশন) আজিজা আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি (ভারপ্রাপ্ত) ফয়েজ হাসান ফেরদৌস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা ও ফুলকলি ফুড প্রোডাক্টের ডিজিএম মো জসিম উদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উইমেন্স চেম্বার পরিচালক সালসাবিলা মাহবুব কান্তা, সিপিবিসিপিও এক্সিকিউটিভ ডিরেক্টর কাজী মহসিন কবির ও ফুলকলি ফুড প্রোডাক্টের ম্যানেজার (কাস্টমস এন্ড ভ্যাট) মো তাসলিম উদ্দিন চৌধুরী।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, বিবিডিএনের সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবাইয়া সুলতানা, কমিউনিকেশন এন্ড এডমিন অফিসার নাঈম মোল্লা, সিলেট চেম্বার সচিব গোলাম আক্তার ফারুক ও উপসচিব সানু উদ্দিন রুবেল। সঞ্চালনা করেন, সিলেট চেম্বারের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মিনতি দেবী।–সংবাদ বিজ্ঞপ্তি