র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেটে ১৯৪ বোতল ফেনসিডিল সহ ২ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক ১৮ ফেব্রুয়ারি রাতে মহানগরীর সিলেট ক্লাব এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় ১৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার ও মো রাসেল মিয়া (২৬, পিতা আব্দুল হাকিম, চর গোবিন্দপুর, কোতয়ালি, ময়মনসিংহ) ও মো আসলাম উদ্দিন (৩৮, পিতা মাহমুদ আলী, ফাতলিকোনা, গোয়াইনঘাট, সিলেট) নামের দুই জনকে গ্রেফতার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে জব্দকৃত আলামত সহ এসএমপির বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।–তথ্য বিবরণী