নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবার আগে জাতীয় সংসদ নির্বাচন করা উচিত। পাশাপাশি সংস্কার চলবে। সংস্কার অনন্তকালীন। সংস্কারের ক্ষেত্রে বিএনপি ‘পাইওনিয়ার’। বিএনপি অবশ্যই সংস্কার চায়।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট মহানগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী জেলা বিএনপি আয়োজিত সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।
অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জানান, বিএনপি বা অঙ্গ-সহযোগী সংগঠনের কেউ কোনো অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। খুলনা প্রকৌশল ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ঘটনায়ও তাই করা হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্পর্কের মধ্যে কোনো ফাটল নেই।
এর আগে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন,
গত ১৭ বছরে দেশে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার সংকুচিত হয়েছে। এই সময়ে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব দিয়েছে বিএনপি। জনগণের দুঃসময়ে বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে।
তিনি বলেন, ৫ আগস্টের পর দেশের মানুষের মনে যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে তা হতাশায় পরিণত করা যাবে না। গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের কঠোর প্রচেষ্টা জনগণ ও সুশীল সমাজের কাছে প্রশংসিত হচ্ছে।
বিএনপি নেতা বলেন, অন্তর্বর্তী সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। সিন্ডিকেট ভাঙতে না পারায় অস্থিতিশীল হয়ে উঠেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম । মুদ্রাস্ফীতির কারণে জনগণের ক্রয়ক্ষমতা কমে গেছে। পোল্ট্রি ও সয়াবিন তেলের বাজার সিন্ডিকেটের দখলে; কিন্তু সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্যে রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন ও মিফতাহ্ সিদ্দিকী, সহক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, নির্বাহী কমিটির সদস্য ডা শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের চৌধুরী শামীম ও অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী, মহানগর ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। সঞ্চালনা করেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।