দোয়ারাবাজারে নরসিংহপুর ইউপি চেয়ারম্যান নূর উদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাব

No Image Available
  • আপডেট টাইম : February 19 2025, 16:18
  • 29 বার পঠিত
দোয়ারাবাজারে নরসিংহপুর ইউপি চেয়ারম্যান নূর উদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংহপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূর উদ্দিনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার নরসিংহপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সিলেট কোতয়ালি মডেল থানার বিস্ফোরক দ্রব্যাদি আইনের মামলার পলাতক আসামি নরসিংহপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো নূর উদ্দিন আহম্মদকে (৫৫, পিতা মো জমির উদ্দিন, কালাপশি, দোয়ারাবাজার, সুনামগঞ্জ) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে সিলেট কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর