আয়মান আহমেদ, দিরাই : হাওরের জনপদ সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের উজানধল আর ভাটিধনের মাঝ দিয়ে বয়ে যাওয়া কালনী নদীর দক্ষিণ তীরে আজ (১৯ ফেব্রুয়ারি/৬ ফাল্গুন) ঐতিহ্যবাহী ধলের মেলা বসেছে। তাই বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ‘ফাল্গুনে এসেছে ধলের মেলা, যাবি যদি আয় দলে দলে উঠেছে বেলা’ ডাক শুনে সকাল থেকে সব বয়সের মানুষ এ বার্ষিক আনন্দ আয়োজনে যোগ দিতে পথে নেমেছেন।
যদ্দূর জানা যায়, প্রায় আড়াইশ বছর আগে ভাটিধল গ্রামের মাঠে দেবী পরমেশ্বরীর শিলা দেখা যায়। এরপর থেকে এ শিলাতে হিন্দু ধর্মাবলম্বীরা ফাল্গুন মাসের প্রথম বুধবার ভেড়া ও মহিষ বলি দিয়ে পূজা করতে থাকেন। এর থেকে বিরাটাকার এ মেলার প্রচলন হয়।
ধলের মেলার প্রধান আকর্ষণ বেল ও ‘কুইয়ার’ (ইক্ষু)। তবে দইখই আর রসগোল্লা খেতেও ভুল করেন না অনেকে। দিনভর চলে খেলনাপাতি সহ দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসপত্রের বেচাকেনা। সবকিছুই কিনতে মিলে। তবে দেখা যায় না যাত্রাপালা। উপভোগ করা যায় না তাক লাগানো সার্কাস। বাউল গানের আসরও বসে না।
আগামী বুধবার ফিরতি মেলা বসবে।