ভাতিজিকে বসতভিটা থেকে উচ্ছেদ করতে চাচাদের অপতৎপরতার অভিযোগ

No Image Available
  • আপডেট টাইম : February 18 2025, 12:41
  • 24 বার পঠিত
ভাতিজিকে বসতভিটা থেকে উচ্ছেদ করতে চাচাদের অপতৎপরতার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীতে ভাতিজিকে পৈত্রিক বসতভিটা থেকে উচ্ছেদ করতে আপন চাচারা অপতৎপরতা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৮ ফেব্রæয়ারি/৫ ফাল্গুন) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে আহুত সংবাদ সম্মেলনে মহানগরীর মির্জাজাঙ্গাল এলাকার রামেরদিঘিরপাড় (স্বপ্নীল ৪৪) এলাকার বাসিন্দা সালেহ আহমদের মেয়ে ফারহাত শারলিন এ অভিযোগ করেন।
এমনকি চাচাদের হাতে অসুস্থ পিতা সহ তার প্রাণনাশের আশঙ্কা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
লিখিত বক্তব্যে ফারহাত শারলিন জানান, তার চাচা সাব্বির আহমদ, সাদেক আহমদ, জুবায়ের আহমদ ও তাহমিদ আহমদের নির্দেশে আরেক চাচা আহসান আহমদ দীর্ঘদিন ধরে তাকে ও পরিবারের অন্য সদস্যদের পৈত্রিক বসতভিটা থেকে উচ্ছেদের পায়তারা করছেন। অবিরত দিচ্ছেন হুমকি। প্রতিবাদ করায় তার উপর হামলা চালানো হয়।
এক পর্যায়ে ফুফাতো ভাই মোফাজ্জল হোসেন পিরু তার কাছে ১ কোটি ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে উল্লেখ করে ফারহাত শারলিন জানান, এ বিষয়ে তিনি ২ ফেব্রæয়ারি সিলেট কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশের কোনো সহযোগিতা পাননি। উল্টো পুলিশ চাচাদের দ্বারা প্রভাবিত হয়ে তাকে হয়রানি করছে।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে আহসান আহমদ একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছেন, যার সূত্র ধরে পুলিশ তাকে ধরতে বাসায় যায়; কিন্তু তার দেওয়া অভিযোগ সম্পর্কে পুলিশ কোনো সহযোগিতা করছে না।
চাচা তাহমিন আহমদকে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে ফারহাত শারলিন জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগকে নানাভাবে সহযোগিতা করায় ৫ আগস্টের পরে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে; কিন্তু এখন পর্যন্ত তাহমিন আহমদকে গ্রেফতার করা হয়নি।
তিনি চাচাদের নির্যাতন থেকে বাঁচতে ও সম্পত্তি রক্ষায় বর্তমান অন্তর্বর্তী সরকারের সুদৃষ্টি কামনা করেছেন।

এই ক্যাটাগরীর আরো খবর