নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেট মহানগর যুবলীগের সহদপ্তর সম্পাদককে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহানগরীর গুয়াবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় সিলেট কোতয়ালি মডেল থানার বিস্ফোরক দ্রব্যাদি আইনের মামলার পলাতক আসামি মহানগর যুবলীগের সহদপ্তর সম্পাদক হেলাল মিয়াকে (৪০, পিতা মৃত সুলতান মিয়া, করেরপাড়া, সিলেট) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।