সিলেটে পুলিশের অভিযানে ইয়াবা চাকু ও নগদ অর্থ সহ ‘মাদক ব্যবসায়ী’ গ্রেফতার

No Image Available
  • আপডেট টাইম : February 17 2025, 16:24
  • 33 বার পঠিত
সিলেটে পুলিশের অভিযানে ইয়াবা চাকু ও নগদ অর্থ সহ ‘মাদক ব্যবসায়ী’ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর পুলিশ-এসএমপির মোগলাবাজার থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট, চাকু ও নগদ অর্থ সহ এক ‘মাদক ব্যবসায়ী’ গ্রেফতার হয়েছে বলে এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
সোমবার (১৭ জানুয়ারি/৪ ফাল্গুন) রাতে মোগলাবাজার থানার এসআই মো নূর উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ জালালপুর ডিগ্রি কলেজ মাঠে অভিযান পরিচালনা করেন।
এ সময় মো তারেকুর রহমান তারেক (৩০, পিতা মোহাম্মদ মুতলিব, গ্রাম মীরেরগাঁও, বিশ্বনাথ, সিলেট, বর্তমান ঠিকানা টিলাপাড়া, সিলাম, সিলেট) নামের একজন আটক করা হয়।
পরে তার নিকট থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট (মূল্য আনুমানিক ৩৫,০০০ টাকা), একটি ১৬ ইঞ্চি দীর্ঘ ধারালো চাকু ও নগদ ১৯ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মামলা রুজু করে তাকে আদালতে প্রেরণ করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর