নবীগঞ্জের সোজাপুর গ্রামে অষ্টপ্রহরব্যাপী কীর্তন উৎসব দধিভাণ্ড ভঞ্জনে সমাপন

No Image Available
  • আপডেট টাইম : February 17 2025, 06:24
  • 31 বার পঠিত
নবীগঞ্জের সোজাপুর গ্রামে অষ্টপ্রহরব্যাপী কীর্তন উৎসব দধিভাণ্ড ভঞ্জনে সমাপন

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের সোজাপুর গ্রামের শ্রী শ্রী ভৈরব ঠাকুরের গাছতলায় বার্ষিক অষ্টপ্রহরব্যাপী কীর্তন উৎসব গত রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে দধিভাণ্ড ভঞ্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
৩ দিনব্যাপী উৎসবের অনুষ্ঠানমালায় ছিলো, অধিবাস, গীতাপাঠ, হরিনাম সংকীর্তন, দধিভাণ্ড ভঞ্জন, মহাপ্রসাদ বিতরণ ও হরিলুট। এতে গীতাপাঠ করেন, প্রদীপ কুমার দাশ। কীর্তন পরিবেশন করেন, বালাগঞ্জের রূপম ধর, কুলাউড়ার নয়ন দাশ, সুনামগঞ্জের সজিব তালুকদার ও সিলেটের রিংকু দাশ সহ অন্যান্য কীর্তনীয়া।
কীর্তন কমিটির সভাপতি অরবিন্দু দাশ, সহসভাপতি নন্দলাল দাশ, সাধারণ সম্পাদক নৃপেন্দ্র চন্দ্র পাল, বিশ্বজিত রায় প্রমুখ।
উৎসবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় কমিশনার অফিসের প্রধান সহকারী সুযোগ চন্দ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, বিশিষ্ট ব্যবসায়ী গেপেন্দ্র পাল, বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার রায়, পার্থ পাল, লিটন দেবনাথ, নেপাল পাল, আইডিয়াল উইমেন্স কলেজের সভাপতি নিরুপম দেব, সজল দেব, মহেন্দ্র রায়, আশীষ কুমার পাল, সুভাষ পাল, রতন পাল, রিপন রায়, সুমন পাল, রঞ্জিত রায়, নুপুর দাশ, নির্মল পাল ও জীবন চন্দ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং কীর্তন কমিটির লোকজন।

এই ক্যাটাগরীর আরো খবর