নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ব্রাহ্মণবাড়িয়ায় এক ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান ও হবিগঞ্জে ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতারের কথা জানিয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি চৌমোহনী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া সদর থানার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান উজ্জ্বল মিয়াকে (৪৫, পিতা মাসুক মিয়া, কুটি, কসবা, ব্রাহ্মণবাড়িয়া) গ্রেফতার করা হয়।
একই রাতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বটেরতলা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে বাহুবল থানার ডাকাতি মামলার পলাতক আসামি মো জামাল মিয়াকে (৪০, পিতা মৃত আব্দুর রহমান, নোয়াগাঁও, থাবাহুবল, হবিগঞ্জ) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।