সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করতে শাল্লায় কৃষক দলের সমাবেশ

  • আপডেট টাইম : February 15 2025, 16:06
  • 26 বার পঠিত
সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করতে শাল্লায় কৃষক দলের সমাবেশ

শাল্লা প্রতিনিধি : বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে সারা দেশে জাতীয়তাবাদী কৃষক দলের তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়ন কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি/২ ফাল্গুন) ইউনিয়নের মেদা বাজারে স্থানীয় বিএনপি নেতা মো বাদশা মিয়ার সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্মসাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বাহাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিত্যানন্দ দাস নিতাই, আটগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মো শান্ত মিয়া, যুবদলের যুগ্মআহবায়ক মাহবুব হোসেন শিশু, কৃষক দলের যুগ্মআহবায়ক আক্তার হোসেন, যুবদল নেতা আবু সঈদ প্রমুখ।
উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্মআহবায়ক মো একরাম হোসেন ও যুগ্মআহবায়ক রফিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় কৃষক সমাবেশে বাহড়া ইউনিয়ন কৃষক দলের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ সহ সাধারণ কৃষকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলার ৪ ইউনিয়নের মধ্যে ইতঃপূর্বে আটগাঁও ইউনিয়ন, হবিবপুর ইউনিয়ন ও শাল্লা ইউনিয়ন কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর