সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের হাইকিং তাঁবু বিশ্রাম ও পাহাড়ি আড্ডা

No Image Available
  • আপডেট টাইম : February 14 2025, 12:48
  • 35 বার পঠিত
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের হাইকিং তাঁবু বিশ্রাম ও পাহাড়ি আড্ডা

‘স্কাউটিং করবো-সুন্দর জীবন গড়বো’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের হাইকিং, তাঁবু বিশ্রাম ও পাহাড়ি আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি/১ ফাল্গুন) টিলাগড় পাম বাগানে এই আড্ডা অনুষ্ঠিত হয়।
এতে রোভার স্কাউট গ্রুপের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মো আলিমুল ইসলাম। সঞ্চালন সহ নেতৃত্ব দেন, গ্রুপ সম্পাদক, অতিরিক্ত পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড মোহাম্মদ সামিউল আহসান তালুকদার। সভাপতিত্ব করেন, গ্রুপ সভাপতি, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড মো এমদাদুল হক। অতিথি প্রশিক্ষক ছিলেন, মুরারিচাঁদ কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক উডব্যাজার শাহনাজ শিলা। বিশেষ অতিথি ছিলেন, প্রফেসর ড মো মাসুদুর রহমান, প্রফেসর ড মো রুহুল আমিন, কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানটি সমন্বয় সাধন করেন, গ্রুপ আরএসএল ও সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন, জাহিদ হাসান ফাহাদ ও কুদরত উল্লাহ খান।
আড্ডায় অর্ধ শতাধিক হাইকার অংশগ্রহণ করেন। রোভারগণ নিজের, দেশের ও সৃষ্টিকর্তার প্রতি অনুগত থেকে দেশ গড়ার শপথে অঙ্গীকারবদ্ধ হন। সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর