নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের কমলাপুর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের শ্মশানঘাটে সরকারি বরাদ্দে সংস্কার কাজে বাধা প্রদানের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে গ্রামবাসীর পক্ষে নৃপেন্দ্র কর ১২ ফেব্রুয়ারি নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ দেন।
এতে অভিযোগ করা হয়েছে, শত বছরের বেশি সময় ধরে কমলাপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের সবাই এই শ্মশানে তাদের মৃত স্বজনদের শেষকৃত সম্পন্ন করছেন। সরকার থেকে পাওয়া অনুদানের অর্থ দিয়ে গ্রামবাসী শ্মশানটি পুনরায় সংস্কারের প্রস্তুতি নিলে গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার দিকে গ্রামবাসী ও ঠিকাদার সেখানে ডান। তখন রুহেল মিয়া, সুজন মিয়া, খালিছ মিয়া ও তারেক মিয়া সহ আরো কয়েকজন শ্মশানঘাটে উপস্থিত হয়ে কাজে বাধা প্রদান করেন। এ সময় শশ্মশানঘাট দখল করারও হুমকি দেন।
এ ব্যাপারে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে শ্মশানঘাটের সংস্কার কাজ দ্রুত শুরু করা যায় এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।