হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়-হকৃবি আইসিটি সেলের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিক ইমেইল পরিষেবা চালু করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের জন্য আধুনিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও তথ্য আদান-প্রদানের সুবিধার্থে এই ইমেইল পরিষেবা চালু করা হলো।
এই পরিষেবার আওতায় শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ডোমেইনে (hau.ac.bd) ও শিক্ষার্থীবৃন্দ (student.hau.ac.bd) ডোমেইনে ইমেইল ব্যবহার করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ প্রধান অতিথি হিসেবে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি/৩০ মাঘ) সকাল ১০ টায় এই ইমেইল পরিষেবার উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, প্রাতিষ্ঠানিক ইমেইল ব্যবহারের মাধ্যমে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরো সহজ ও কার্যকর হবে। এটি শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণা, যোগাযোগ ও তথ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আইসিটি সেলের টিম লিড প্রভাষক আব্দুল্লাহ আল মামুন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই নতুন পরিষেবা সম্পর্কে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘এটি আমাদের জন্য খুবই সহায়ক হবে। কারণ একাডেমিক কাজের জন্য নির্ভরযোগ্য ইমেইল সিস্টেম প্রয়োজন ছিলো।’
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল আশা প্রকাশ করেছে যে, এই উদ্যোগের মাধ্যমে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে এবং শিক্ষার্থীরা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে উন্নত সেবা গ্রহণ করতে পারবে।–সংবাদ বিজ্ঞপ্তি