নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহসভাপতি ও সিলেট মহানগর যুবলীগের সদস্য জাহির আলীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল ১১ ফেব্রুয়ারি বিকেলে জগন্নাথপুর উপজেলার পাটলীচক এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় সিলেট কোতয়ালি মডেল থানার বিস্ফোরক দ্রব্যাদি আইনের মামলার পলাতক আসামি জাহির আলীকে (৩৬, পিতা হারিছ আলী, লোহারগাঁও, জগন্নাথপুর, সুনামগঞ্জ, বর্তমান ঠিকানা ভ্যালিসিটি, মেজর টিলা, সিলেট) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে সিলেট কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।