নবীগঞ্জে গণধর্ষণ মামলার প্রধান আসামি সফর মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

No Image Available
  • আপডেট টাইম : February 13 2025, 06:37
  • 30 বার পঠিত
নবীগঞ্জে গণধর্ষণ মামলার প্রধান আসামি সফর মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গণধর্ষণ মামলার প্রধান আসামি সফর মিয়াকে গ্রেফতার করেছে।
গত ৩১ জানুয়ারি সন্ধ্যায় এক নারী নবীগঞ্জ উপজেলার বাংলাবাজার হতে দাউদপুর যাওয়ার উদ্দেশ্যে আউশকান্দি সিএনজি স্টেশনে সিএনজি অটোরিকশার জন্য অপেক্ষা করছিল। এ সময় কয়েক দুর্বৃত্ত তাকে জোরপূর্বক একটি অটোরিকশার তুলে অপহরণ করে নিয়ে যায়। আশেপাশের লোকজন টের পেয়ে প্রতিরোধের চেষ্টা করে ব্যর্থ হন। দুর্বৃত্তরা সেই নারীকে একটি অজ্ঞাত স্থানে বন্দি করে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।
গণধর্ষণের ফলে তিনি অসুস্থ হয়ে পড়লে ধর্ষকরা পরদিন সকাল ৬টার দিকে তাকে তার বোনের বাড়ির সামনে ফেলে যায়। স্বজনদের সহায়তায় হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা শেষে তিনি বাদি হয়ে নবীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গত ১১ ফেব্রুয়ারি রাতে উপজেলার আউশকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার প্রধান আসামি সফর মিয়াকে (৩২, পিতা মৃত চাঁন মিয়া, দাউদপুর, নবীগঞ্জ, হবিগঞ্জ) গ্রেফতার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর