নবীগঞ্জ বদরদি গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের বার্ষিক অষ্টপ্রহরব্যাপী কীর্তন উৎসব

  • আপডেট টাইম : February 11 2025, 11:23
  • 23 বার পঠিত
নবীগঞ্জ বদরদি গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের বার্ষিক অষ্টপ্রহরব্যাপী কীর্তন উৎসব

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বদরদি গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের বার্ষিক অষ্টপ্রহরব্যাপী কীর্তন উৎসব রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সম্পন্ন হয়েছে।
উৎসবের অনুষ্ঠানমালায় ছিলো অধিবাস, গীতাপাঠ, হরিনাম সংকীর্তন, দধিভান্ড ভঞ্জন, মহাপ্রসাদ বিতরণ ও হরিলুট।
উৎসেব পৌরহিত্য করেন, অরুণ মোহন্ত। গীতাপাঠ করেন, কানু লাল দাশ। কীর্তন পরিবেশন করেন, কুড়িগ্রাম উলুকান্দির সীমা রানী রায়, কুলাউড়ার বিদ্যুত দাশ, কমলগঞ্জের বিভুপদ দেব ও নবীগঞ্জের রতনমনি দাশ বাবুল সহ অন্যান্য কীর্তনীয়া।
কীর্তন কমিটির উপদেষ্টা নিতাই চন্দ্র দেব, মনীষ চন্দ্র দেব,অরুণ চন্দ্র দেব, সভাপতি শৈলেন্দ্র চন্দ্র দেব ও সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র দেবের সার্বিক পরিচালনায় উৎসবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা রথীন্দ্র চন্দ্র দেব, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সলিল বরন দাশ, আইডিয়াল উইমেন্স কলেজের অধ্যক্ষ নজির আহমদ, বাবুল রায়, ওসি নির্মল দেব, সজল দেব,নিরুপম দেব, দেব, রাহুল দেব, সঞ্জিত দেব প্রমুখ।

এই ক্যাটাগরীর আরো খবর