অপারেশন ডেভিল হান্ট || সিলেট মহানগরীতে আওয়ামী পরিবারের ৯ জন গ্রেফতার

  • আপডেট টাইম : February 11 2025, 16:26
  • 21 বার পঠিত
অপারেশন ডেভিল হান্ট || সিলেট মহানগরীতে আওয়ামী পরিবারের ৯ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সিলেট সহ সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্টে সিলেট মহানগর পুলিশ-এসএমপি ৯ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের ৩ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক সাদমান কবির (২৯, পিতা আব্দুল হক, বাসা ৮৮, ব্লক ডি, কাজল শাহ), আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুর রব হাজারী (৬২, পিতা মৃত ইছল মিয়া, বাসা ৮৮, ব্লক ডি কাজল শাহ), নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৪ নম্বর ওয়ার্ড সহসভাপতি মিনহাজ ইসলাম সৌরভ (২৬, পিতা মৃত আব্দুল মুকিত, বাসা ৭৬, ছড়ার পার), আওয়ামী লীগের ১৯ নম্বর ওয়ার্ড সহসম্পাদক ফজলুর রহমান রনি (৩৭, পিতা মৃত মুহিবুর রহমান, রায়নগর), নাজিম উদ্দিন সবুজ (২৫, পিতা বামোদ পীর, পিরেরগাঁও), স্বেচ্ছাসেবক লীগের ৭ নম্বর ওয়ার্ড সহসভাপতি হাসেম খান (পিতা মিয়াধন খান, বাসা ১৪১, পশ্চিম পীর মহল্লা), আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আফরোজ (৬০, পিতা মৃত মুক্তার আলী, কুড়িগ্রাম, দক্ষিণ সুরমা), নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩৫ নম্বর ওয়ার্ড সদস্য ইয়ামিন আহমদ (২৪, পিতা মৃত আয়ান উদ্দিন, জাহানপুর, মেজরটিলা) এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দক্ষিণ সুরমা উপজেলার সাবেক সহসভাপতি জাহেদ আহম্মদ (৪২, পিতা মো লিলু মিয়া, বরইকান্দি)।

এই ক্যাটাগরীর আরো খবর