নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেটে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজা সহ ৩ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে সিলেট মহানগর পুলিশ-এসএমপির বিমানবন্দর থানাধীন ছালিয়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার, ২ জনকে গ্রেফতার ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সুন্দাউরা গ্রামের মৃত আব্দুর নূরের ছেলে মো জসিম উদ্দিন (২৬) ও দরাকুল গ্রামের মৃত আব্দুল ছাত্তারের ছেলে মো মিজান (২৯)।
একই দিন জেলার ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৬ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় ঢাকার বাড্ডা এলাকার মো টিপু শেখের ছেলে মো কায়েশ শেখকে (৪৬)। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে জব্দকৃত আলামত সহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।