নিজস্ব প্রতিবেদক : সিলেট কোতয়ালি মডেল থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি অয়ন দাশকে গ্রেফতার করেছে।
অয়ন দাশ একই সংগঠনের কেন্দ্রীয় কমিটিরও সহ সভাপতি বলে এসএমপির তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।
এছাড়া দক্ষিণ সুরমা থানা পুলিশ দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য আব্দুল জলিল তালুকদার ও উপজেলা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক নয়ন আদিত্য এবং শাহপরান থানা পুলিশ সিলেট মহানগরীর ৩৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহেদ আহমদকে গ্রেফতার করেছে।