জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী প্রবীণ সাংবাদিক আব্দুল খালিক তাপাদারের দেশে আগমন উপলক্ষে সুহৃদ আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি/২৬ মাঘ) দুপুরে জকিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের সিনিয়র সহসভাপতি এখলাছুর রহমানের সভাপতিত্বে এ আড্ডা অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি রহমত আলী হেলালীর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঈদগাবাজার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক যুক্তরাষ্ট্র প্রবাসী আহমদ আলী। অন্যদের মধ্য বক্তব্য রাখেন, জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্মসম্পাদক এনামুল হক মুন্না, সহসাধারণ সম্পাদক মোর্শেদ আলম লস্কর, সিনিয়র সদস্য মো ইউনুছ আলী, সদস্য আবু বকর ফয়ছল, ওমর ফারুক ও সমাজসেবী নজরুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে আব্দুল খালিক তাপাদারকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।