এ বছরের ডিসেম্বরে বা আগামী বছরের জুনে সংসদ নির্বাচন : উপদেষ্টা ফরিদা আক্তার

  • আপডেট টাইম : February 09 2025, 10:19
  • 24 বার পঠিত
এ বছরের ডিসেম্বরে বা আগামী বছরের জুনে সংসদ নির্বাচন : উপদেষ্টা ফরিদা আক্তার

বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, তরুণদের আন্দোলনের পরে পরিবর্তন এসেছে; কিন্তু সব কিছু পরিবর্তন হয়নি। যারা আগে ক্ষমতায় ছিলো তাদের অনেকেই এখন সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। ফলে দেশে নানারকম পরিস্থিতি তৈরি হচ্ছে।
তিনি আরো বলেছেন, রাজনৈতিক ক্ষতির জন্যই উস্কানিমূলক কিছু ব্যাপার ঘটছে। তবে এটা সাময়িক- দীর্ঘস্থায়ী হবেনা। কারণ গাজীপুরের ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরেকটু সক্রিয় হয়েছে। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী এ বছরের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। তবে যে সংস্কারগুলো খুব জরুরি সেগুলো যদি পূরণ না হয় এবং রাজনৈতিক দলগুলো যদি একমত হয়, তাহলে হয়তো ২০২৬ সালের জুন মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
রবিবার (৯ ফেব্রæয়ারি/২৬ মাঘ) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাইক্কাবিল মৎস অভয়াশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি কথা বলছিলেন।
এ সময় পাখি শিকারীদের আইনের আওতায় নিয়ে আসা প্রসঙ্গে তিনি বলেন, এটি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হাতে নেই। এ বিষয়ে বন মন্ত্রণালয় ব্যবস্থা নিতে পারে।
উপদেষ্টা পরে মৌলভীবাজার মৎস অধিদপ্তর আয়োজিত মৎস্য অভয়াশ্রম সংশ্লিষ্ট সুফলভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড আবু নঈম মোহাম্মদ আব্দুছ ছবুর, মৎস্য অধিশাখার যুগ্মসচিব শাহীনা ফেরদৌসি, উপদেষ্টার সহকারী একান্ত সচিব মোহাম্মদ আলী আকবর ও সিনিয়র তথ্য অফিসার মো মামুন হাসান সহ স্থানীয় নেতৃবৃন্দ।

এই ক্যাটাগরীর আরো খবর