শায়েস্তাগঞ্জে খুন সহ ডাকাতির ক্লুলেস মামলার পলাতক আসামি সালমান গ্রেফতার

No Image Available
  • আপডেট টাইম : February 09 2025, 08:04
  • 23 বার পঠিত
শায়েস্তাগঞ্জে খুন সহ ডাকাতির ক্লুলেস মামলার পলাতক আসামি সালমান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় খুন সহ ডাকাতির ক্লুলেস মামলার অন্যতমিএক পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
গত ৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১টায় মহসিন মিয়া নামের এক ব্যক্তি ডাকাতির ঘটনার সংবাদ পেয়ে শায়েস্তাগঞ্জ উপজেলার বড়চর তালুগড়াই এলাকা থেকে ঘটনাস্থলে যাওয়ার পথে ডাকাতদের লোহার রড ও রামদার আঘাতে মারা যান।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার এসআই মো তাজুল ইসলাম বাদি হয়ে একটি খুন সহ ডাকাতি মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার (৮ ফেব্রæয়ারি) রাত পৌণে ৯টার দিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শিমলুতলী এলাকায় অভিযান পরিচালনা করে শায়েস্তাগঞ্জ থানার খুন সহ ডাকাতি মামলার অন্যতম আসামি সালমান উদ্দিনকে (২৭, পিতা জালাল উদ্দিন, উলুকান্দি, চুনারুঘাট, হবিগঞ্জ) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর