শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে

  • আপডেট টাইম : February 07 2025, 12:55
  • 24 বার পঠিত
শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো সাইদুর রহমান খান বলেছেন, শিশুদেরকে শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেছেন, সমাজসেবা অধিদপ্তরের অধীন আন্তঃপ্রাতিষ্ঠানিক নিবাসীদের শিক্ষাসহ জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে।
মহাপরিচালক নানা প্রতিবন্ধকতা কাটিয়ে কার্যক্রমকে গতিশীল করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি/২৪ মাঘ) সকালে সিলেট মহানগরীর বাগবাড়ীতে শিশু পরিবার মাঠে সমাজসেবা অধিদপ্তরের অধীন সিলেট বিভাগের আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহের সভাপতিত্বে ও বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপ সচিব) মোহাম্মদ হাবিবুর রহমান, মহাপরিচালকের সহধর্মিনী নাজমীন তাহমিনা জামান, কন্যা আরিসা খান, সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশ, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো আব্দুর রফিক, মৌলভীবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক হাবিবুর রহমান, হবিগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী ও সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক সুচিত্রা রায়। স্বাগত বক্তব্য রাখেন, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপ সচিব) মোহাম্মদ হাবিবুর রহমান।
দ্বিতীয় পর্বে বিকেলে প্রধান অতিথি সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো সাইদুর রহমান খান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সবশেষে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই ক্যাটাগরীর আরো খবর