প্রবাসীর উদ্যোগে বালাগঞ্জ ও ওসমানীনগরের ৫ প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান

  • আপডেট টাইম : February 07 2025, 16:31
  • 29 বার পঠিত
প্রবাসীর উদ্যোগে বালাগঞ্জ ও ওসমানীনগরের ৫ প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান

বালাগঞ্জ থেকে সংবাদদাতা : যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা, লন্ডন ডাগেন হাম মসজিদ কমিটির সহসভাপতি, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পূর্ব লক্ষীপুর গ্রামের মো শওকত মিয়ার ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার ৫ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
শেখ আব্দুল আজিজ শিক্ষা ট্রাস্ট ও নিরাপদ এনজিওর সহযোগিতায় শুক্রবার (৭ ফেব্রুয়ারি/২৪ মাঘ) বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় বাজারে এই সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, দাতা মো শওকত মিয়া, শেখ আব্দুল আজিজ শিক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজসেবক শেখ মফিজুর রহমান ফারুক, নিরাপদ এনজিওর সভাপতি সংবাদিক শাহাব উদ্দিন শাহিন, সমাজসেবক শেখ আবুল খায়ের ফটিক মিয়া, প্রবাসী আশিক মিয়া, প্রবাসী লুৎফুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শেখ তোফায়েল আহমদ, সমাজসেবক ইমন আহমদ, নিরাপদ কর্মী আয়শা সিদিকা, লিবা বেগম প্রমুখ।
হুইল চেয়ার প্রাপ্তরা হলেন, বালাগঞ্জ উপজেলার মৈশাসী গ্রামের ময়বুননেচ্ছা (৭০), পৈলনপুর গ্রামের ফারহান আহমদ (১০) ও দক্ষিণ গহরপুর গ্রামের নজরুল ইসলাম (১৮) এবং ওসমানীনগর উপজেলার হস্তিদুর গ্রামের সুমাইয়া বেগম, (৭৫) ও ইব্রাহিমপুর গ্রামের ইসমাইল মিয়া (৬৫)।
এছাড়াও বোয়ালজুড় এলাকার হতদরিদ্র ৫০ জনের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর