নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে জাতীয় গ্রন্থাগার দিবস পালন

No Image Available
  • আপডেট টাইম : February 06 2025, 02:25
  • 33 বার পঠিত
নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে জাতীয় গ্রন্থাগার দিবস পালন

জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শোভাযাত্রা, বই পাঠ, আলোচনা সভা ও সেরা পাঠক সম্মাননা প্রদানের মাধ্যমে জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়েছে।
এবার গ্রন্থাগার দিবস ‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার-এই আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়।
গ্রন্থাগারের পাঠক ফোরামের সভাপতি দেবাশীষ দাশ রতনের সভাপতিত্বে এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ফোরামের সভাপতি বিপ্লব দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিনয় দাশ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গ্রন্থাগারের ক্রীড়া ও সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক রিপন দাশ প্লাবন, যুগ্মসাধারণ সম্পাদক প্রতীক দাশ, গ্রন্থাগার কর্মী প্রান্ত দাশ প্রমুখ।
উল্লেখ্য, সারা বছর পাঠকদের বই পড়ার উপর ভিত্তি করে সেরা পাঠক সম্মাননা প্রদান করা হয়। এ বছরের সেরা পাঠক হিসেবে নির্বাচিত হয়েছেন উর্মি দাশ ও সৃষ্টি রাণী দাশ। তাদেরকে সেরা পাঠক সম্মাননা প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর