সিলেট সিটি কর্পোরেশন পরিচালিত হাসপাতাল ও খাল-ছড়া পরিদর্শনে প্রশাসক

  • আপডেট টাইম : February 05 2025, 09:21
  • 0 বার পঠিত
সিলেট সিটি কর্পোরেশন পরিচালিত হাসপাতাল ও খাল-ছড়া পরিদর্শনে প্রশাসক

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো রেজা-উন-নবী সিসিক পরিচালিত ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতাল এবং গাভিয়ার খাল ও ভুবিছড়া পরিদর্শন করেছেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি/২২ মাঘ) সকাল সাড়ে ১১টায় তিনি মহানগরীর কুমারপাড়ায় ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করেন।
এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং কর্তব্যরত চিকিৎসক, রোগী ও রোগীদের স্বজনদের সঙ্গে কথা বলেন।
এরপর প্রশাসক মহানগরীর ১০ নম্বর ওয়ার্ডে গাভিয়ারখাল ও ১৮ নম্বর ওয়ার্ডে ভুবিছড়া পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা মো জাহিদুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে কর্নেল (অব) মোহাম্মদ একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী রাজি উদ্দিন খান, সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য, ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতালের চিকিৎসক ডা তাহমিনা মালেক শিমু, ডা ফেরদৌসী জাহান মুন্নী, ম্যানেজার আলমগীর কবির মুন্না প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর